বরিশালের কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙন থেকে সদর উপজেলার চরকাউয়া এলাকা রক্ষাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চরকাউয়া নদী ভাঙন রোধ সংগ্রাম কমিটির উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় কীর্তনখোলা নদীর তীরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী ভাঙন রোধ সংগ্রাম কমিটির আহবায়ক জেলা পরিষদ সদস্য মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চরকাউয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিসহ অন্যান্যরা।
বক্তারা কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙন থেকে চরকাউয়া ইউনিয়ন রক্ষা, চরকাউয়া খোয়াঘাট থেকে জনতার হাট পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ, কীর্তনখোলা নদীর ডুবোচর ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ এবং নদী ভাঙ্গুলীদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/হিমেল