পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের বসন্তজোত হাগুড়াজোত গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে অগ্নিদগ্ধ আসমা খাতুন নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী।
শালবাহানহাট ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, ওই নারীর পাঁচ মেয়ের সবাইকে বিয়ে দিয়েছেন। তার কোন ছেলে সন্তান নেই। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে রান্নাঘরে চুলোয় আগুন দেয়ার সময় তার শাড়িতে আগুন লেগে যায়। মুহুর্তেই তিনি অগ্নিদগ্ধ হয়ে যান। স্থানীয়ভাবে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বুধবার সকালে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কথা ছিল। সকালে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, ওই বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার