ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতর এর আয়োজন করে।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুইয়া। র্যালিতে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস), আল আমীন যুব কল্যাণ সংস্থা, নিত্যকর্ম যুব সংস্থা, সুজাউল ইসলাম সুজন যুব কল্যাণ ফাউন্ডেশন ও সমৃদ্ধি ওয়ার্ড যুব ফোরামসহ বিভিন্ন যুব সংগঠন অংশগ্রহণ করে।
র্যালি শেষে ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম