বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয় জেএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১৭৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৫৬০ জন এবং ছাত্র ৫৫ হাজার ৫১৫ জন। আগামী ১৫ নভেম্বর শেষ হবে এবারের জেএসসি পরীক্ষা।
সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য এবার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ১৫টি এবং প্রত্যেক জেলায় ৫টি করে পর্যবেক্ষক দল কাজ করা হয়েছে।
সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুছ।
বিডি প্রতিদিন/ফারজানা