কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে মো. হেলাল (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সাবরাং শাহপরীর দ্বীপের বেড়িবাধঁ ঝাউবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল সাবরাং কচুবনিয়া এলাকার মৃত জালাল আহমদ বৈদ্যের ছেলে। সে পেশায় টমটম চালক ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সাবরাং শাহপরীর দ্বীপের বেড়িবাধঁ ঝাউবাগান এলাকায় একটি লাশের সংবাদ পেয়ে টেকনাফ থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহীমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায়। পরে তারা লাশটি উদ্ধার করে। লাশের মুখে কিল-ঘুষির আঘাতের চিহ্ন থাকলেও বড় ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত যুবক হচ্ছে সাবরাং কচুবনিয়া এলাকার মৃত জালাল আহমদ বৈদ্যের ছেলে মো. হেলাল (১৮)। সে পেশায় টমটম চালক ছিলেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসে সুরুতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয়দের সূত্রে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম