'জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সাথে যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন।
পরে যুব উন্নয়ন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খানসহ অন্যান্যরা। র্যালি ও আলোচনা সভায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার