প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ৪টি প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রকল্পগুলো হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ভবন ও গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো প্রকল্পের আওতায় ২৪টি ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগ প্রদান এবং পদ্মা নদীর ভাঙন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষা প্রকল্প’র ভিত্তিপ্রস্তর স্থাপন।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, মোহা. গোলাম রাব্বানী ও মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা