শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি ধারা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মুন্সীগঞ্জে র্যালি ও জনসভা করেছেন মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বুধবার বিকাল সাড়ে ৩টায় শহরের সুপার মার্কেট সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবন এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় মুন্সীগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন, নৌকা ছাড়া উন্নয়ন সম্ভব নয় তাই নৌকার বিকল্প কেউ হতে পারে না।
এ দিকে জনসভা শেষে মৃণাল কান্তি দাসের নেতৃত্বে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মুক্তিযোদ্ধা ভবনের সভা স্থলে গিয়ে শেষ হয়।
অপর দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী গোলাম সারওয়ার কবিরের নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর চকবাজার এলাকা থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করে। র্যালিটি শ্রীনগরের চকবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে একটি সূধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক মুন্সীগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী গোলাম সারওয়ার কবির।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন