বিএনপির কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচিটি পালন করা হয়। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনশনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, খালেদা জিয়ারসহ বিএনপির অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, সদর থানা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, রায়পুরা আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রুয়েল, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, মৎসজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, শহর বিএনপির সহ-সভাপতি আলমগীর হুসাইনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব