বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় সাজা দেয়ার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে বগুড়ায় গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচিতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, এসএম রফিকুল ইসলাম, আবু হাসান, খাদেমুল ইসলাম, ফারুকুল ইসলাম, আলী মুররাজি তরুন, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, মাসুদ রানা, হাসানুজ্জামান পলাশ, আবু জাফর জেমস, আব্দুল মোমিন প্রমুখ। আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
গণ-অনশনে সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার