বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সন্ধ্যার পর ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব মালেকা বেগমকে দেখতে ভোলা সদর হাসপাতালে গিয়েছেন।
চিকিৎসকদের কাছে মালেকা বেগমের স্বাস্থ্যের খোঁজ খবর এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন মাইনুল হাসেন বিপ্লব। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার ৯৩ বছর বয়সী মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন