ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া কীটনাশক পান করে আঁখি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার পয়ারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আঁখি উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের আওলাদ হোসেনের মেয়ে।
জানা যায়, আওলাদ হোসেন ও তার স্ত্রী ঢাকায় কাজ করেন। আঁখি তার দাদীর নিকট থাকতো। রবিবার বিকালে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে সবজি ক্ষেতে চলে গেলে সেখানে কুড়িয়ে পাওয়া কীটনাশকের বোতল মুখে দেয় আঁখি। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহে নেয়ার পথে বিকাল ৩ টার দিকে আঁখি মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন