ফরিদপুরের চরভদ্রাসনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার ২২০ জন নারী ও পুরুষ আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফদিপুর জেলা কমান্ড্যান্ট এনামুল খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুশান খান।
‘শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ শ্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন কমান্ডাররা।
এসময় বক্তারা শান্তি ও শৃঙ্খলা রক্ষায় তাদের ভুমিকা ও করণীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ইউনিয়ন দলনেতা ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম