চুয়াডাঙ্গায় পুলিশি বাধায় তাবলিগ জামায়াতের মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। তবে ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। তাবলিগ জামায়াতের চলমান সংকট নিরসন মওলানা সাদের যাবতীয় কার্যক্রম বন্ধ ও টঙ্গী মাঠে হামলার তদন্তের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকালে তাবলিগ জামায়াতের অনুসারীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হতে থাকে। তারা প্রথমে ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। পরে তারা শহীদ হাসান চত্বর এলাকায় মানববন্ধন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। অনুষ্ঠানে মুফতি আব্দুর রাজ্জাক, মুফতি জুনায়েদ আল হাবিবী, হাজী আমজাদ হোসেন, মেজবাউর রহমান শুভ্রসহ তাবলিগ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার