আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে উল্লেখ করে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় বিগত ১০ বছরে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে সুখি, সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে গেছে। উন্নয়নের প্রধান বাধা জঙ্গি, সন্ত্রাস ও মাদককে কঠোর হস্তে দমন করা হয়েছে। এদেশকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে। তরুণ ও নতুন প্রজন্মকে আলোর মুখ দেখাতে মাদক ও জঙ্গিবাদের সাথে কোন আপোষ করননি প্রধানমন্ত্রী।
সোমবার হুইপ ইকবালুর রহিম এমপি বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট'র আয়োজনে মাদকের কুফল ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা, নবীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট'র অধ্যক্ষ মো. মোসলিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট উপাধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর আইডিইবির সভাপতি মো. মতিউর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, ছাত্রবিষয়ক সম্পাদক আজমাইন রাশিক, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ফাইয়াজ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার