মেহেরপুরের গাংনীতে আব্দুল মজিদ ওরফে ফহিম (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার মানিকদিয়া মর্টারের মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল মজিদ ওরফে ফহিম মানিকদিয়া মাদ্রাসা পাড়ার ইসাহাকের ছেলে।
নিহতের ভাই আসাদুল ইসলাম বেটুক জানান, রবিবার সন্ধ্যার পর থেকে আব্দুল মজিদ ওরফে ফহিম নিখোঁজ ছিলো। স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় তার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হলে গাংনী থানা পুলিশ এসে তারা লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, প্রাথমিক অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৮/মাহবুব