ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দুধমুখা এলাকায় ফেনী বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে বসুরহাটমুখি যাত্রীবাহী একটি বাস বসুরহাট থেকে দাগনভূঞামুখি একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে দুধমুখা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের দুইজনের মরদেহ ফেনী জেলা সদর হাসপাতালে ও একজনের মরদেহ কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ইসমাঈল হোসেন রয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম