নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি আত্রাই রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় রেলপথের উপর দাড়িয়ে থাকা ওই নারী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার