টঙ্গী ইজতেমার ময়দানে বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্ততিমূলক কাজে বাধা ও হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ-মিছিল করেছে তাবলিগ জামায়াত। আজ সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের কাচারি বড় মসজিদের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
এর আগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশি বাধায় পড়ে তা পণ্ড হয়ে যায়। এরপর স্মারকলিপি জমা না দিতে পেরে বিক্ষোভ করে। এসময় উপস্থিত ছিলেন আহলে শুরা মুন্সীগঞ্জ মো. জাহিদ হোসেন, মুফতী শহিদুল্লাহ আহলে শুরা মুন্সীগঞ্জ তাবলীগ মার্কাজ'র সাথী অ্যাড. আলমগীর, মো. আনু কমিশনার, এড. তোতা মিয়া, এড. জিল্লুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার