বাগেরহাটের রামপালে খান জাহান বিমানবন্দর, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বসতভিটা থেকে উচ্ছেদকৃত পরিবারের পুনর্বাসন, প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বিতরণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মোংলা-রামপাল নাগরিক সমাজের আয়োজনে ক্ষতিগ্রস্থদের অংশগ্রহণে রামপালের ফয়লা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রামপাল নাগরিক সমাজের আহ্বায়ক হাওলাদার আব্দুল হাদী, মোংলা নাগরিক সমাজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, ক্ষতিগ্রস্থ পরিবারের মল্লিক মোয়াজ্জেম হোসেন, রেজাউল ইসলাম, লাভলী বেগমসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়ে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। রামপালে খান জাহান আলী বিমানবন্দরের জন্য ৫৩৬ একর জমি অধিগ্রহণ করতে গিয়ে সরকার জমির মালিকদের বঞ্চিত করছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। অন্যদিকে সরকার যেটুকু অর্থ দিচ্ছে তা আনতেও ক্ষতিগ্রস্থ পরিবার হয়রানির শিকার হচ্ছে। প্রকল্পের কারণে উচ্ছেদ পরিবারকে সরকারি ভাতা, বিনাসুদে ঋণ, চাকরিতে অগ্রাধিকার, কারিগরি প্রশিক্ষণ এবং খাসজমি বন্দোবস্ত দেয়ার দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন