টঙ্গীতে ইজতেমা ময়দানে আলম উলামা, তুলাবা ও দ্বীনদার মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জামেয়া আয়েশা ছিদ্দিকা (রা.) লিল বানাত। আজ সোমবার দুপুর ১২টায় শহরের একটি কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি জামেয়া আয়েশা ছিদ্দিকা (রা.) লিল বানাতের জিম্মাদার মুহাম্মদ হারুন খান।
এসময় রাঙামাটি মানিকছড়ি জামেয়া আয়েশা ছিদ্দিকা (রা.) লিল বানাত প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাওলানা মুহাম্মদ খুরশেদ ও মুহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করা হয়, সম্প্রতি টঙ্গীর ময়দানে হামলার ঘটনা কেন্দ্র করে দুষ্কৃতকারীদের একটি অংশ রাঙামাটিতেও সহিংসতার পায়তারা করছে। তাদের এমন আচারণ রাঙামাটি জেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীদের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাাঙামাটি জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে তাবলিগী কার্যক্রম সুষ্ঠু ও সুন্দভাবে পরিচালনা করতে তাবলিগের ৬ উসুলের মধ্যে রাঙামাটি মানিকছড়ি কেন্দ্রীক কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছে ৬ দফা দাবি জানানো হয়।
এসময় ইজতেমা নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে এরই মধ্যে বিরুদ্ধে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান রাঙামাটি জামেয়া আয়েশা ছিদ্দিকা (রাঃ) লিল বানাতের জিম্মাদার মুহাম্মদ হারুন খান।
বিডি প্রতিদিন/এ মজুমদার