টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের লাঠিপেটায় আহত হয়েছেন ছাত্রীর বাবা নাসির উদ্দিন (৪৮)। সোমবার বিকালে উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় এঘটনা ঘটে। পরে আহত নাসির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, কে.জি.কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোস্তফা (২০) নামের এক যুবকসহ আরও কয়েকজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এঘটনা বাড়িতে এসে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। এসময় বখাটেদের লাঠি পেটায় আহত হন ছাত্রীর বাবা নাসির উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মিয়া বলেন, ঘটনাটি খুই দুঃখ জনক। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এলাকায় পুলিশ পাঠানো হচ্ছে। এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন