“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ২৭ তম আন্তর্জাতিক দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দার, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জ্বল।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, পৌর মহিলা কাউন্সিলার নার্গিস আক্তার প্রমুখ।
দিবসটি উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ১০ টি হুইল চেয়ার ও ১ হাজার করে ৫০ জনকে ৫০ হাজার টাকা ও ৫০ জনকে ৫০ টি কম্বল দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার