দিনাজপুরের পার্বতীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে বায়জিদ নামে (২১) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সোমবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। সে পার্বতীপুর শহরের তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।
এঘটনায় পার্বতীপুর মডেল থানায় সোমবার দুপুরে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে সকালে পুলিশ পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকি আনন্দ বাজারে নিজ বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে সামছুল হকের ছেলে বায়জিদকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে বায়জিদ ধর্ষণ করে পালিয়ে যায়। পার্বতীপুর মডেল থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে বায়জিদ গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন