ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সাবিনা (দেড় বছর) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ছনধরা গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার চাবিশকিনা (বাইশকাউনিয়া) গ্রামের সেকাম উদ্দিনের মেয়ে।
জানা যায়, সাবিনা উপজেলার ছনধরা গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসেছিল। পরে দুপুরে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন