ময়মনসিংহের ফুলপুরে বাঙালির প্রাণের নবান্ন উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। সোমবার দুপুরে এ উপলক্ষে উপজেলার সাহাপুর ব্লকের মামুদপুর গ্রামে কৃষক সাইফুল ইসলামের ধান ক্ষেতে নেমে ধান কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
এরপর শুরু হয় নতুন ধানের চাল দিয়ে তৈরি বাঙালির ঐতিহ্য পুলি পিঠা, মেরা পিঠা, পাটিসাপটা, পোয়া পিঠা, তেলের পিঠা, রুটি পিঠা, চিতই পিঠা, চ্যাপা পিঠা, দুধ চিতই, কলা পিঠা, সেমাই পিঠা, দুধ পুলি ও নানা ধরনের পিঠা খাওয়ার ধুম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মণ্ডল, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সমবায় অফিসার বাহা উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, উপ-সহকারি কৃষি অফিসার মমতাজ উদ্দিন প্রমূখ। এর আগে মাঠে কাটা ধান মাড়াইয়ের কাজ আঞ্জাম দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ধান মাড়াই কাজ সম্পন্ন করে মেপে দেখা গেছে এবার হেক্টর প্রতি সাড়ে ৫ টন ধান উৎপাদন হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন