নেত্রকোনায় কৃষকলীগ নেতা এ.কে.এম মাসুদ ফারুক (৫৩) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটায় ঢাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নেত্রকোনা শহর থেকে আসাদুজ্জামান রিয়াদ ও ঢাকার বাড্ডা থেকে মো. কাউসার তালুকদার ও মো. সাফায়েত গ্রেফতার হন।
রিয়াদ নেত্রকোনা সদরের প্রতাপপুর এলাকার মো. জানু মিয়ার ছেলে, কাউসার বালুয়াখালি গ্রামের মৃত সম্রাট তালুকদারের ছেলে ও একই এলাকার মো. উমর আলী’র ছেলে সাফায়েত।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন