প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার দিবাগত রাত সাড়ে সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর এটি ঈশ্বরদীর দিকে ছেড়ে যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ মিটার দূরে মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান জানান, বিষয়টি রেলওয়ের কন্ট্রোলকে অবহিত করলে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত ১২টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার অভিযানে কাজ শুরু করে। রাত সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন