বেনাপোলে পৃথক পৃথক অভিযানে হুন্ডির ১৬ লাখ টাকাসহ ২ জনকে অাটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বেনাপোল বাজার থেকে ১২ লাখ টাকাসহ সুজন ও বেনাপোল চেকপোস্টের রাজাবাদশা মানি চেঞ্জারের সামনে থেকে ৪ লাখ টাকাসহ সুরুজকে অাটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা।
সুজন বেনাপোলের বোয়ালিয়া গ্রামের কেরামত অালির ছেলে এবং সুরুজ সাদিপুর গ্রামের অাবুল কাসেমের ছেলে।
৪৯ বিজিবির কর্মান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল অারিফুল হক জানান, আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত নায়েক সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ২ জনকে হুন্ডির ১৬ লাখ টাকাসহ আটক করা হয়েছে। তাদের টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা