‘ভালোবাসার প্রাচীর’ নামে অভিনব উদ্যোগ নিয়েছে বোয়ালমারী উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বোয়ালমারীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘এডুকেটেড ইয়ুথ সোসাইটি’।
অসহায়. দরিদ্র, শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সামর্থবান মানুষের কাছ থেকে পুরাতন শীতবস্ত্র সংগ্রহ করে তা নিউমার্কেট সংলগ্ন একটি স্থানে ঝুলিয়ে রাখা হচ্ছে। আর এই দেয়ালের নামকরন করা হয়েছে ‘ভালোবাসা প্রাচীর’।
ভালোবাসার এ প্রাচীর থেকে শীতার্ত অসহায় মানুষ তাদের পছন্দের শীতবস্ত্র সংগ্রহ করতে পারবেন। যে কোন ব্যক্তি তাদের পুরনো এবং অপ্রয়োজনীয় শীতবস্ত্র সহ যে কোন পোষাক ‘ভালোবাসার প্রাচীরে’ রেখে আসতে পারবেন। অসহায়, দরিদ্রদের জন্য এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে।
গত সোমবার সন্ধ্যায় এ উদ্যোগের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওয়াশিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, বোয়ালমারী এডুকেটেড ইয়ুথ সোসাইটি’র উপদেষ্টা এম তবিবুর রহমান, প্রফেসর রবীন কুমার লস্করসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন