বাগেরহাটের শরণখোলা থেকে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, শরণখোলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সরোয়ার হোসাইন বাদল ও খোন্তাকাটা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আহম্মাদ গাজী।
তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ কেন্দ্রীয় জামায়াতের একাধিক নেতার ফাঁসির রায়ের প্রতিবাদের আন্দোলন জোরদার করতে বিভিন্ন সময় আর্থিকভাবে সহায়তা করা অভিযোগ রয়েছে।
এছাড়া আলী আহম্মাদ গাজী মাদ্রাসায় চাকরির সুবাদে শরণখোলায় সরকার দলীয় কতিপয় নেতার সঙ্গে সখ্যতা গড়ে তুলে দীর্ঘদিন ধরে জামায়াতের কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত জামায়াতের সেক্রেটারি সরোয়ার হোসেনের নামে শরণখোলা থানায় একাধিক নাশকতার মামলা ও আলী আহম্মাদ গাজীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম