বগুড়ায় বিপন্ন প্রজাতির গন্ধগোকুল নামের একটি প্রাণী উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চককাতলি গ্রামের আব্দুল মোমিনের ছেলে ইমরান হোসেনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন টীম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।
গন্ধগোকুলটি কলার বাগানে কলা খেয়ে যেত। কলা রক্ষায় পেতে রাখা ফাঁদে আটকা পড়ে গন্ধগোকুলটি। উদ্ধারের পর গন্ধগোকুলটি সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে গড়ে তোলা বঙ্গবন্ধু ইকো পার্কের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তীরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার