ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশি অভিযানে ৭টি হাতবোমাসহ জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। সোমবার রাতে আটককৃতরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে মুক্তার হোসেন ও বেলটদৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আরশাদ আলী মন্ডল।
পুলিশ জানায়, রাত তিনটার দিকে বারোবাজারের কামালহাট প্রাথমিক বিদ্যালয় এলাকায় মুক্তার ও আরশাদ নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে আভিযান চালিয়ে ৭টি হাতবোমাসহ তাদের দুই জনকে আটক করে। পুলিশ আরো জানায়, রাতেই মুক্তার ও আরশাদসহ ১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার