ফরিদপুরের চরভদ্রাসনে বাল্যবিয়েতে সহায়তা করায় জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জহুরা বেগম হরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামের জালাল প্রামাণীকের স্ত্রী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী জানান, অভিভাবকদের কাছ হতে মুচলেকা নিয়ে গত ১৪ নভেম্বর গাজীরটেক ইউনিয়নের এক মাদ্রাসা ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু কদিন যেতে না যেতেই ঐ মেয়ের নানী অভিভাবক হয়ে তার বিয়ে দিয়ে দেয়। গোপনে এ খবর পেয়ে ইউএনও’র নির্দেশে চরভদ্রাসন থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, উপজেলায় যোগদানের পর হতেই দেখতে পাচ্ছি বিভিন্ন কৌশল অবলম্বন করে বাল্যবিয়ে দিয়ে থাকে এ স্থানের অভিভাবকরা। তবে বাল্যবিয়ে রোধে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাব। বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী জহুরাকে এ দণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন