নাটোরের বড়াইগ্রামে সায়মন বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহত সায়মন বেগম উপজেলার মামুদপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী।
আহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে সায়মন বেগম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় আকস্মিকভাবে এক যুবক তার ঘরে ঢুকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে তার আর্তচিৎকারে স্বজনেরা এগিয়ে এলে হামলাকারী দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, স্বজনেরা পলায়নরত যুবককে চিনে ফেলেন এবং সে প্রতিবেশী আব্দুল মজিদের ছেলে রাসেল (২৪) বলে দাবি করেছেন। তবে অভিযুক্ত রাসেলের পিতা আব্দুল মজিদের কাছে জানতে চাইলে এ ঘটনায় তার ছেলে জড়িত নয় বলে জানান।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার