টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বোয়ালী গ্রামে ঘরে ঢুকে নার্গিস (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নার্গিস টাঙ্গাইলের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বোয়ালী (মধ্যপাড়া) গ্রামের হারুন মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে নিহতের স্বামী হারুন জানান, রাত আনুমানিক ৮টার দিকে তার দোকানের এক কর্মচারী এক বছর বয়সী শিশুর জন্য দুধ নিয়ে বাড়িতে আসেন। পরে তিনি ঘরের ভেতর থেকে দরজা আটকানো ও শিশুর কান্না শুনে আমাকে জানায়। তিনি দূরে থাকায় মোবাইলে অপর একজনকে বাসায় যাওয়ার নির্দেশ দেন। তিনি যাওয়ার পর পরিস্থিতি খারাপ ভেবে টয়লেটের পাশ দিয়ে ঘরে ঢুকে নার্গিসকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন, উপ-পরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ