মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। এরপর মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুরের প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণকবরে পুস্পমাল্য অর্পণ করেন।
এর পর মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপদেষ্টা আতাউল হাকিম লাল মিয়া, সাবেক কমান্ডার বশির আহম্মেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা