দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে ৩ লাখ ৪১ হাজার ১৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের প্রতিপাদ্য ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৫৫৭ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৫ হাজার ৬০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি বাস্তবায়নে ৫ হাজার ৮৪১ জন স্বেচ্ছাসেবক ও মাঠকর্মী কাজ করবেন।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
কর্মশালায় সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, সাপ্লিমেন্ট খাদ্য হিসেবে শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনাজপুরের ১৩ উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত কেন্দ্র মিলে ২ হাজার ৬১৪টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রায়হান সাঈদ। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক উত্তর বাংলা’র সম্পাদক মো. মতিউর রহমান প্রমুখ।
কর্মশালায় দিনাজপুরে কমরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি সকাল ৮টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুরের ১৩ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা