‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান’- এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ পালিত হয়েছে।
রবিবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবর।
পরে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিচারকবৃন্দ, আইনজীবী, লিগ্যাল এইড কর্মী, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও শিক্ষকরা অংশ নেন।
এখানে দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবর।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সিনিয়র বিচারক বৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মমিন ফেরদৌস, পিপি জহিরুল ইসলাম সেলিম ও জনপ্রতিনিধিগণ। দিবস উপলক্ষে বিভিন্ন স্টলে লিগ্যাল এইড বিষয়ক প্রকাশনা প্রদর্শিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন