ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা আদালতে স্বীকারোক্তমিূলক জবানবন্দী দিয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই স্বীকারোক্তমিূলক জবানবন্দী দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার ইকবাল জানান, সিরাজ উদ- দৌলা জেল খানা থেকে মামলার অন্যতম আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিমকে নির্দেশ দিয়েছেন নুসরাতকে দিয়ে চাপ সৃষ্টি করে মামলাটি তুলে নিতে। মামলা যদি তুলে না নেয়া হয় তাহলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে। পরে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে।
উল্লেখ্য, যৌন হয়রানির ওই মামলায় গত ২৭ মার্চ সিরাজকে গ্রেপ্তারের পর মামলা তুলে নিতে নুসরাতকে চাপ দেওয়া হচ্ছিল। তাতে রাজি না হওয়ায় অধ্যক্ষের সাঙ্গোপাঙ্গরা গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা নুসরাত মারা যান।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৯/আরাফাত