কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে খোরশেদ আলম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে এক অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি এ দণ্ড দেন।
দণ্ডিত খোরশেদ আলম মহেশখালী উপজেলার কালামার ছড়া ইউনিয়নের মারকাঘোনা গ্রামের বাসিন্দা ও মৃত নজির আহমদের ছেলে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে এ সময় খোরশেদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক জিন্নাত শহীদ পিংকি।
দণ্ডিত খোরশেদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। সদর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে সহায়তা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন