চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন রাখতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। যার নাম দেওয়া হয়েছে ‘গ্রিন চুয়াডাঙ্গা, ক্লিন চুয়াডাঙ্গা’। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ হাসান চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন লেমন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভার শতাধিক পরিচ্ছন্নকর্মী শহর জুড়ে অভিযানে নামেন। এ সময় পরিচ্ছন্নকর্মীরা শহরের বিভিন্ন রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।
পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাধারণ মানুষের সেবার মান উন্নত করতেই চুয়াডাঙ্গা পৌরসভা এ কর্মসূচি গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলা। সেই লক্ষ্যে সপ্তাহব্যাপী এ পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানে রাত ১০টা থেকে ভোর ৫টা এবং ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শিফটে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার