ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও মহাসড়ক অবরোধ করেছে ক্ষেত মজুর সমিতি।
শনিবার সকাল ১১টায় সদর উপজেলার খোচাবাড়ি হাটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে কৃষক, ছাত্র ও ক্ষেত মজুর সমিতির নেতাকর্মীরা। এ সময় কৃষকসহ আন্দোলনকারীরা ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। আটকা পড়ে কয়েকশ যানবাহন।
প্রতিবাদ সভায় বক্তারা অবলম্বে বোরো ধানের ন্যায্য দাম নিশ্চিত করে কৃষক বাঁচানোর দাবি জানান। তারা বলেন, সরকার উদ্যোগ গ্রহণ না করলে কৃষকদের নিয়ে রাজপথে বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তব্য দেন-সিপিবি নেতা আহসান হাবীব বাবু, বাসদ নেতা মাহাবুব আলম রুবেল, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, ছাত্র ইউনিনের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ