পাবনার ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। মাদক ব্যবসার জেরে নিহত আলতাব হোসেন (৪৫) লাশ উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুল নগর গ্রামের জৈনক ডাবলুর নির্মাণাধীন পাকা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া পূর্ব শত্রুতার জের ধরে সাকিব হোসেনের (২০) লাশ ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের জৈনক শামসুলের বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।
শনিবার সকালে পুলিশ পথচারী ও এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পৃথক দুই জায়গা থেকে লাশ দুটি উদ্ধার করে।
আলতাব হোসেন শহরের স্কুলপাড়া চারা বটতলা এলাকার আবেদ আলীর ছেলে। আর সাকিব হোসেন ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন নুনের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত আলতাব হোসেনের নামে মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ তাকে মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে। আর সাকিব হোসেনকে পূর্ব শত্রুতার জের ধরে মামাতো ভাইয়েরা শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল