পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে দুটি গাভী ও তিনটি রাজ হাঁস মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. মোকলেছ সরদার (৫০) সকালে গরু দুইটিকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে বাড়িতে ফেরেন। পরে বজ্রপাতে গাভী দুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় গরুর পাশে থাকা মো. আমির হোসেনের তিনটি রাজ হাঁসও মারা যায়। গাভী দুইটির আনুমানিক মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা বলে স্থানীয় ধারণা করছেন।
বিডি-প্রতিদিন/শফিক