সারাদেশে নারী-শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা ও জামালপুর শিশু কল্যাণ কমিটি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর শাখার আহবায়ক কবি আলী জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, রাজনীতিক আমীর উদ্দিন, উদীচী জামালপুর জেলা সংসদের সহ-সভাপতি রনজিত বিশ্বাস খোকন, নারী অধিকার কর্মী মিনারা পারভীন, শিশু অধিকার কর্মী আফরিন খান প্রমুখ।
এ সময় বক্তারা ধর্ষণ ও হত্যা বন্ধে সরকারকে কঠোর হওয়ায় আহ্বান জানানোর পাশাপাশি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে নতুন আইন প্রনয়ন ও প্রয়োগের দাবি জানান। এছাড়া সম্প্রতি জামালপুরে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তা মাজেদুলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শস্তির জোরালো দাবি জানানো হয়, তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল