ঈদের আগেই নীলফামারীর চিলাহাটী থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের নীলফামারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ‘চিলাহাটী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দিবা ও রাত্রীকালীন দু’টি আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের। ওই দাবির প্রেক্ষিতে ২০১৫ সালের ২৮ জানুয়ারী চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত রাত্রীকালীন আন্তঃনগর নীলসাগর ট্রেন চলাচল উদ্বোধন করেন তৎকালীন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। সে সময়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই পথে একই নামে দিবাকালীন আরেকটি ট্রেন চালুর কথা দিয়েছিলেন রেলপথ মন্ত্রী। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনও উপস্থিন ছিলেন। কিন্ত বর্তমানে দেশের বিভিন্ন পথে নতুন নতুন ট্রেন চালু হলেও উপেক্ষিত হয়েছে নীলফামারী জেলাবাসীর সেই দাবি। ঈদের আগেই চিলাহাটী থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন ট্রেন চলাচল দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দিয়ে দাবি বাস্তবায়ন করা হবে বলে হশিয়ারী দেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে নীলফামারী উন্নয়ন ফোরামের আহবায়ক আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল