নেত্রকোনায় সম্মিলিত সামজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে “নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রেসক্লাব হলরুমে শনিবার দুপুরে সকল প্রকার সহিসংতার বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা জানান, জেলায় পুলিশ সুপারের তথ্যমতে ২০১৯ জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত মোট ৯০ টি মামলা হয়েছে। এদিকে জজ কোর্ট সূত্রে জানা গেছে, ২০১৯ জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ২৯৯ টি মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী নারী নির্যাতনসহ বিভিন্ন সহিংসতার ঘটনা আরো অনেক বেশি ঘটেছে। সবগুলো মামলা হচ্ছে না। কেন এগুলো বন্ধ হচ্ছে না এসব নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। মতবিনিময় সভায় রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, জনপ্রনিধি, উকিল, সাংবাদিক, শিক্ষক, ছাত্র এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় সভায় কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জজ কোর্টের পিপি ইফতেখার উদ্দিন মাসুদ, স্বাবলম্বীর বেগম রোকেয়া, ও জনপ্রতিনিধিসহ বিভিন্নসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল