‘কাউকে পিছনে ফেলে রাখা যাবে না’ স্লোগান নিয়ে আগামী জাতীয় বাজেটে দলিত শিক্ষার্থী ও যুবদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখাসহ ১৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা বাংলাদেশের অ্যাকশন এইড ও উন্নয়ন সংস্থা রিচ টু আনরিচড (রান) এর উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা রিচ টু আনরিচড এর সভাপতি শিবানী চৌধুরীর সভাপতিত্বে দলিতদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অধ্যাপক (অব.) শাহ্ সাজেদা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক জয়ন্ত দাস এবং বরিশাল দলিতগোষ্ঠি নেতা ললিত দাস প্রমুখ।
মানববন্ধনে দলিত জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব নয়। তাই জাতীয় উন্নয়ন অগ্রগতি ও এসডিজি’র অভিষ্ট অর্জনে দলিত যুবদের মূল ধারায় সম্পৃক্তকরণ, জাতীয় যুব উন্নয়ন নীতিমালায় সুপারিশ অনুযায়ী দলিত যুবদের মান সম্পন্ন শিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করা, দলিত যুবদের বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো জন্য বরাদ্দ বৃদ্ধি ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্রছাত্রী ভর্তির কোটা চালু করাসহ তাদের ১৪ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/শফিক