২৫ মে, ২০১৯ ১৭:১৭

নাটোরে বজ্রপাতে নাট্যকর্মীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরে বজ্রপাতে নাট্যকর্মীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বাগানে লিচু পাহারা দিতে গিয়ে বজ্রপাতে এক নাট্যকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু হাসনাত ভুলু (৩৭)। তিনি গালিমপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং বাগাতিপাড়ার জনপ্রিয় নাট্যসংগঠন বকুল স্মৃতি থিয়েটারের সহ-সভাপতি।

আহতরা হলেন, একই গ্রামের আবু রায়হানের ছেলে রাব্বি হোসেন (২২) এবং হুজুর আলীর ছেলে রনি আহম্মেদ (২৪)।

নিহতের পরিবার ও আহতদের সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে প্রতিবেশি ভাতিজা রাব্বি হোসেন ও রনি আহম্মদকে সাথে নিয়ে আবু হাসনাত ভুলু তার বাড়ির অদূরে নিজের লিচু পাহারা দিতে বাগানে যান। সেখানে তারা সবাই বাঁশের তৈরি একই মাচায় ছিলেন। গভীর রাতে বজ্রপাতের শিকার হয়ে তারা তিনজনই আহত হন।

স্থানীয়রা জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক ভুলুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক হওয়ায় রাব্বি হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং রনি আহম্মেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় স্থানীয় নাট্যাঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বাগাতিপাড়া থানার এসআই রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর